Benefits Of Opal Stone | ওপাল পাথরের উপকারিতা

ওপালের (Opal) বাংলা নাম ময়ূরপঙ্খী

উপাদান (Chemical Composition): হাইড্রাস সিলিকন ডাই-অক্সাইড।
কাঠিন্যতা (Hardness): ৫.৫ – ৬.৫
আপেক্ষিক গুরুত্ব (Specific Gravity): ১.৯৮-২.২৫
প্রতিসরণাংক Refractive Index): ১.৪৪ -১.৪৬
বিচ্ছুরণ (Dispersion): (None) নাই

প্রাপ্তিস্থান: মেক্সিকো, ব্রাজিল, জাপান, লিবিয়া, বর্তমানে অষ্ট্রেলিয়া হচ্ছে মূল্যবান ওপ্যালের প্রধান উৎস। অষ্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলস আর কুইসল্যান্ডের ওপ্যাল খনি পর্যটকদের কাছে এক চিত্রাকর্ষক স্থান।

হন্ডুরাস ও মেক্সিকো অন্য দুটি স্থান ও প্রধান ওপ্যাল রত্ন প্রাপ্তিস্হান। এছাড়া প্রভৃতি স্থানে পাওয়া যায়। এই রত্নটি সবচেয়ে উন্নতমানের সর্বোৎকৃষ্ট মানের উজ্জ্বলতর হয়ে থাকে অষ্ট্রেলিয়ার ওপ্যাল রত্নগুলো।

আমাদের সংগ্রহে থাকা ওপাল পাথর দেখতে ক্লিক করুন এখানে – Natural Opal (ওপাল)

উপকারিতা: এই রত্ন ব্যবহারে সব বিষয়ে জয়ী হওয়া যায় বলে প্রাচীনকালে রাজা-বাদশাগণ এটি অতি যত্নের সাথে ব্যবহার করতেন । ইংল্যান্ডের মহারাণী ভিক্টোরিয়ার কাছে এই রত্ন খুবই প্রিয় ছিল। সুন্দরী নারীদের খুবই প্রিয় রত্ন।

ওপ্যাল (Opal) তীব্র কামনা থেকে রক্ষা করতে অদ্বিতীয়। রাশিচক্রে চন্দ্র ও শুক্র গ্রহের উপরত্ন হিসাবে খুবই ফলদায়ক । শত্রুদমন, কাজে কর্মে সফলতা, মানসিক শান্তি, শরীর ও স্বাস্থ্যের বিশেষ সহায়ক। মধ্যযুগের লেখকরা ওপ্যাল রত্নকে ঐন্দ্রজালিক পাথর বলে উল্লেখ করেছেন ।

দৃষ্টিশক্তির ওপর ওপ্যাল রত্নের শুভ প্রভাব রয়েছে বলে জানা যায়।

Leave a Reply