Characteristics Of Aries Zodiac | মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

যাদের জন্ম ইংরেজী মাসের ২১শে মার্চ থেকে ২০শে এপ্রিল (21 March – 20 April) অথবা বাংলা মাসের ৭ই চৈত্র থেকে ৭ই বৈশাখের মধ্যে, তারা মেষ রাশির জাতক বা জাতিকা।
অধিপতি গ্রহ  মঙ্গল
শুভ রত্ন:   রক্তপ্রবাল (Red Coral), রুবি (Ruby), গোমেদ (Garnet)
শুভ রং:   লাল, হলুদ, সোনালি
শুভ সংখ্যা:   ১, ২, ৩, ৪, ৫, ৮, ৯
শুভ বার:   মঙ্গল, শুক্র ও শনি
Characteristics Of Aries Zodiac - মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

Characteristics Of Aries Zodiac – মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

চারিত্রিক বৈশিষ্ট্য: আপনি আশাবাদী ও সাহসী মনোবৃত্তিসম্পন্ন মানুষ। আপনি প্রাণবন্ত ও উদ্যমশীল। কিছুটা স্বেচ্ছাচারী। কারও কারও ক্ষেত্রে মাঝে মধ্যে হঠকারীতা করতে দেখা যায়। আপনি স্বাধীনচেতা ও দায়িত্ব নিতে ভালোবাসেন। একটু অনুপ্রেরণা পেলে যে কোনো কাজ ভালোভাবে করে তাক লাগিয়ে দিতে পারেন। সহজাতভাবেই আপনি মহৎ ও দয়ালু। বন্ধুদের প্রতি বিশ্বস্ত। যদিও কিছু মানুষ আপনাকে ভুল বুঝে।
আপনি আদর্শবাদী। ভবিষ্যতের আগামজ্ঞান আপনি সহজেই বুঝতে পারেন। বহুবিষয়ে আপনার দিকনির্দেশনা অন্যরা অনুসরণ করে। আপনার মধ্যে রয়েছে তেজ ও বীরত্ব।
মেষ রাশির জাতক জাতিকাদের শরীরের দুর্বলতম স্থান হচ্ছে মাথা, মুখ, মস্তিষ্ক ও চোখ। কারও কারও ক্ষেত্রে মাথায় আঘাত কিংবা মুখে আঘাতের দাগ থাকতে পারে।
তথ্যসুত্রঃ বিডিনিউজ২৪.কম

Leave a Reply