Natural Coral Gemstone : রক্তপ্রবাল রত্নপাথর
প্রবাল একটি অস্বচ্ছ রত্ন । ফার্সী ও আরবীতে মারজান বলে। ভারত ও নেপাল এই রত্নকে মুঙ্গা বা পলা বলে । রত্নটি শুকনো ও শীতল। প্রবাল লাল, গোলাপী বা গৈরিক, সাদা ও কালচে বর্ণের দেখা যায় । বর্ণের মধ্যে জ্যোতিষ শাস্ত্রমতে রক্ত প্রবাল দ্রুত ফলদায়ক। কষ্টি পাথরের ঘর্ষণে খাটি প্রবাল নিজ বর্ণ হারায় না । খাঁটি প্রবালে পোকায় কাটা দাগ আথবা ছোট ছোট গর্ত থাকার সম্ভাবনা থাকে । বিশুদ্ধ প্রবাল এসিডের সংম্পর্শে বুদ বুদ- এর সৃষ্টি করে এবং নিজ বর্ণ হারিয়ে নষ্ট হয়ে যায়।
উপরত্নঃ ব্ল্যাক স্যাফায়ার (Black Sapphire)।
আমাদের সংগ্রহে থাকা রক্তপ্রবাল দেখতে ক্লিক করুন এখানে – Natural Red Coral Collection – রক্ত প্রবাল পাথর

Benefits Of Wearing Red Coral Gemstone – রক্ত প্রবাল (Rokto Probal) পাথরের উপকারিতা ও গুণাগুন
উপাদান (Chemical Composition) : ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম এবং কপার সল্ট।
কাঠিন্যতা (Hardness): ৩-৪
আপেক্ষিক গুরুত্ব (Specific Gravity) : ২.৬-২.৭
প্রতিসরণাংক (Refractive Index) : ১.৪৮৬-১.৬৫৮
বিচ্ছুরণ (Dispersion) : (None) নাই।
বর্ণ বা রংঃ
রক্তের মত লাল অথবা গাঢ় লাল বর্ণের প্রবালকে বলে রক্তপ্রবাল (Red Coral), গোলাপি বর্ণের প্রবালকে বলে গৈরিক প্রবাল (Gold Coral) ও সাদা বর্ণেরটিকে বলে শ্বেত প্রবাল (White Coral)।
প্রাপ্তিস্থান:
পৃথিবীতে সব রত্নপাথর মাটির নিচে পাওয়া যায় কিন্তু শুধুমাত্র প্রবাল ও মুক্তা পানির নিচে পাওয়া যায়। ভুমধ্যসাগর, প্রশান্ত মহাসাগর, ফ্রান্স আলজেরিয়া, মরক্কো, বাংলাদেশের সেন্ট মার্টিন প্রভৃতি দেশের দ্বীপে ও সমুদ্র প্রবাল পাওয়া গেলেও গোটা বিশ্বে ইতালি ও জাপানের লাল প্রবালের কদর খুব বেশী ও সর্বশ্রেষ্ঠ। এর মধ্যেও জাপানি লাল প্রবাল থাকবে প্রথমে। এটি দুষ্প্রাপ্য তাই এর দামও খুব বেশি। বেশির ভাগ দোকানে ইতালিয়ান প্রবাল পাওয়া যায়।
রক্ত প্রবাল পাথরের উপকারিতা ও গুণাগুন
-
রাশিচক্রে মঙ্গল গ্রহের অশুভত্ব দূরীকরণার্থে প্রবাল ব্যবহার করা হয়।
-
স্বাস্থ্যরক্ষা, লিভারের রোগ, আমাশয় ইত্যাদি ব্যাপারে খুবই ফলদায়ক।
-
মেয়েদের জরায়ুর রোগে শ্বেত প্রবাল খুবই উপকারী ।
-
বহু রোগের উপশম হয় এই প্রবাল রত্বের দ্বারা।
-
রোমানরা ছেলে-মেয়েদের গলায় প্রবাল রত্ন ধারণ করত বিপদ আপদ থেকে রক্ষাকবচ হিসেবে এবং শিশুদের দোলনায় প্রবাল দন্ড লাগিয়ে থাকেন।
-
ইতালীতে প্রবালের মালা ধারন করা হয় কু’নজর এড়ানোর জন্য।
-
জানা যায় প্রবাল রত্নে পদ যুগল সুস্থ্য থাকে বলে ব্যালে নৃত্য শিল্পীরা একে সৌভাগ্যেরর পাথর বলে মনে করেন ।
-
ব্যবহারকারীর প্রবালের রঙ পরিবর্তন হতে থাকলে বুঝবেন যে শরীরের যে কোন রোগ বা অসুস্হতার লক্ষণ।
-
সূর্যও নির্দিষ্ট গ্রহলোক থেকে তেজ শোষণ করে প্রবাল মানবদেহে তার নীরব প্রভাব ফেলে । প্রবাল প্রকৃতির শ্রেষ্ঠ উপহার ।