Characteristics Of Taurus Zodiac | বৃষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

বৃষ রাশিঃ যাদের জন্ম ইংরেজী মাসের ২১ এপ্রিল থেকে ২১ মে (21 April – 21 May) অথবা বাংলা মাসের ৮ই বৈশাখ থেকে ৭ই জ্যৈষ্ঠের মধ্যে, তারা বৃষ রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Taurus Zodiac - বৃষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

Characteristics Of Taurus Zodiac – বৃষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

অধিপতি গ্রহ: শুক্র।
শুভ রত্ন: হীরা, পান্না।
শুভ রং: সবুজ, নীল, সাদা।
শুভ সংখ্যা: ২, ৭, ৮, ৯।
শুভ বার: শুক্র, শনি, সোম, বুধ।
চারিত্রিক বৈশিষ্ট্য: আপনি ধীরস্থির ও সহনশীল। উদার মন মানসিকতার অধিকারী। সহজেই অন্যকে আপন করে নিতে পারেন। কারও কারও ক্ষেত্রে একরোখা বা একগুঁয়ে হতে দেখা যায়। আপনি সবার সাথে ভালো ব্যবহার করতে ভালোবাসেন। অন্যের প্রতি আপনি যত্নশীল ও সমমর্মী।
ঘরেবাইরে সব কিছু গুছিয়ে করতে পছন্দ করেন। আপনার এসব গুণের কারণে অনেক মানুষের ভালোবাসা পাবেন।
আপনি জানেন কীভাবে জীবনকে উপভোগ্য করে তুলতে হয়। ব্যক্তিগতভাবে আপনি আত্মনির্ভরশীলতা পছন্দ করেন। শিল্প, সঙ্গীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ থাকতে পারে। লেখালেখিতেও আপনি বেশ ভালো করতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকারা সাধারণত রান্নায় পারদর্শী হন। সাজসজ্জা ও সৌন্দর্যপ্রীতি এদের সহজাত বৈশিষ্ট্য।
বৃষ রাশির জাতক জাতিকাদের থাইরয়েড গ্ল্যান্ড, গলা, ঘাঁড় ও কণ্ঠস্বর সংক্রান্ত সমস্যা ভুগতে দেখা যায়।
তথ্যসুত্রঃ বিডিনিউজ২৪.কম

Leave a Reply