বিভিন্ন জিনিষের মতই রত্নপাথরের (Gems Stone) নাম একেক দেশে একেক নামে ডাকা হয়। তাই এখানে জেনে নিতে পারবেন বাংলা, ইংরেজী, হিন্দি ও আরবীতে বিভিন্ন জেমস স্টোন কি নামে ডাকা হয়।
১। প্রবাল (প্রচলিত নাম):
বাংলাঃ প্রবাল
ইংরেজীঃ Coral (কোরাল)
ফার্সী ও আরবীঃ মারজান
ভারত ও নেপালঃ পলা বা মুঙ্গা
২। রুবী (প্রচলিত নাম): একে সূর্যকান্তমণি ও বলা হয়।
বাংলাঃ চুনী বা পদ্মরাগমণি
সংস্কৃতঃ পদ্মরাগ
ফারসি ও আরবীঃ ইয়াকুত
ইংরেজীঃ Ruby (রুবী)
ভারত ও নেপালঃ মানিক।
৩। পান্না (প্রচলিত নাম):
বাংলাঃ পান্না
ইংরেজীঃ Emerald (এমারেল্ড)
ফার্সী ও আরবীঃ জমরুদ
ভারত ও নেপালঃ পান্না
৪। পোখরাজ (প্রচলিত নাম): এই পাথরকে পুস্পরাগণিও বলা হয়।
বাংলাঃ পোখরাজ
ইংরেজীঃ Yellow Sapphire (ইয়েলো সাফায়ার)
ফার্সী ও আরবীঃ আল ইয়াকুতুল আস্ফার
ভারত ও নেপালঃ পীলা নীলাম
৫। গোমেদ (প্রচলিত নাম):
বাংলাঃ গোমেদ
ইংরেজীঃ Hessonite Garnet (হেসোনাইট গার্নেট)
ফার্সী ও আরবীঃ আলআকিক
ভারত ও নেপালঃ গোমেদ
৬। ইন্দ্রনীলা (প্রচলিত নাম): ইহা নীলকান্তমণি নামেও পরিচিত।
বাংলাঃ ইন্দ্রনীলা
ইংরেজীঃ Blue Sapphire (ব্লু সাফায়ার)
ফার্সী ও আরবীঃ আল ইয়াকুতুল আযরাক
ভারত ও নেপালঃ নীলাম
৭। মুক্তা (প্রচলিত নাম):
বাংলাঃ মুক্তা
ইংরেজীঃ Pearl (পার্ল)
ফার্সী ও আরবীঃ লু’লু
ভারত ও নেপালঃ ্মতি
৮। পদ্মনীলা (প্রচলিত নাম):
বাংলাঃ পদ্মনীলা বা রাজভক্তনীলা
ইংরেজীঃ Pearl (এমেথিষ্ট)
ফার্সী ও আরবীঃ –
ভারত ও নেপালঃ জামুনিয়া
৯। ক্যাট’স-আই (প্রচলিত নাম):
বাংলাঃ বৈদুর্য্যমণি
ইংরেজীঃ Cats Eye (ক্যাট’স আই)
ফার্সী ও আরবীঃ
ভারত ও নেপালঃ লহসনিয়া
১০। মুনস্টোন (প্রচলিত নাম):
বাংলাঃ চন্দ্রকান্তমণি
ইংরেজীঃ Moon Stone (মুনস্টোন)
ফার্সী ও আরবীঃ –
ভারত ও নেপালঃ চন্দ্রকান্তমণি
১১। ফিরোজা (প্রচলিত নাম):
বাংলাঃ ফিরোজা
ইংরেজীঃ Turquoise (টারকুইজ)
ফার্সী ও আরবীঃ ফাইরুজ
ভারত ও নেপালঃ ফিরোজা
১২। আকীক (প্রচলিত নাম):
বাংলাঃ আকীক
ইংরেজীঃ Agate (এগেট)
ফার্সী ও আরবীঃ আকীক
ভারত ও নেপালঃ আকীক
Which stone called suvrakanta Mani in bengali