তুলা (Libra) রাশি:যাদের জন্ম ইংরেজী মাসের ২৪শে সেপ্টেম্বর থেকে ২৩শে অক্টোবর (24 September – 23 October) অথবা বাংলা মাসের ৯ই আশ্বিন থেকে ৮ই কার্ত্তিকের মধ্যে, তারা তুলা রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Libra Zodiac – তুলা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী
অধিপতি গ্রহ: শুক্র।
শুভ রত্ন: হীরা, পোখরাজ, ইন্দ্রনীলা ও মুনস্টোন।
শুভ রং: সাদা, কমলা, লাল।
শুভ সংখ্যা: ১, ২, ৪, ৭।
শুভ বার: রবি, সোম, মঙ্গল, বুধ ও শনিবার।
চারিত্রিক বৈশিষ্ট্য: আপনার পছন্দ সামঞ্জস্যতা ও শৃঙ্খলা। আপনি বৈষম্য পছন্দ করেন না। খুব সহজেই মানুষকে আপন করে নেওয়ার মতো অসাধারণ গুণ আপনার রয়েছে। নতুন কোনো পরিবেশে গেলেও সঙ্গী জোগাড় করে নেওয়া আপনার জন্যে ব্যাপার না। এ রাশির জাতক/জাতিকাদের সঙ্গীত, ক্রীড়া কিংবা লেখালেখিতে ভালো করতে দেখা যায়।
তুলা রাশির জাতক/জাতিকারা সাধারণত সুদর্শন ও সৌন্দর্যের পূজারি হয়। বাহ্যিক অবয়বে কারও কারও চুল কোকড়া হতে পারে। এর সাধারণত রোমান্টিক ও বুদ্ধিমান হয়ে থাকেন। সহজেই অন্যের সঙ্গে মিশতে পারেন। যোগাযোগমূলক কাজে এদের বিশেষ দক্ষতা রয়েছে। এদের পছন্দ সাম্যতা। অন্যায় কর্ম এদের নীতিবিরুদ্ধ। যে কোনো কাজ এরা ধীরে ধীরে করতে পছন্দ করেন। অনেকের ক্ষেত্রেই এ কারণে ভাগ্যোন্নয়ণ বিলম্বিত হয়ে থাকে। কর্মস্থলে এদের মতো মমতাময়ী ও সহযোগী পাওয়া দুষ্কর। অধস্তনদের দক্ষতা উন্নয়ণে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তুলা রাশির জাতক জাতিকাদের শরীরের দুর্বলতম অঙ্গ হচ্ছে কিডনি, ত্বক, কটিদেশীয় অঞ্চল ও নিতম্ব।
তথ্যসুত্রঃ বিডিনিউজ২৪.কম
Related