জন্মতারিখ অনুযায়ী রাশি ও রত্নপাথর – Zodiac Sign According to Date of Birth and Gemstone
আপনি কোন রাশির জাতক বা জাতিকা তা জানেন কী? হ্যা, রাশিচক্র শব্দটা আমরা মোটামুটি সবাই শুনে অভ্যস্ত। কেউবা পত্রিকা থেকে, কেউবা কোন বন্ধুবান্ধব থেকে শুনেছি এর কথা। তবে বেশিরভাগ মানুষই থেকে জেনেছি চোখের পলকে পত্র-পত্রিকা এক কোণে এই কথাটা। তবে আপনি কি মিলিয়ে দেখেছেন আপনি কোন রাশির জাতক বা জাতিকা। হয়তোবা না! তবে হয়তো আগ্রহ আছে এখনো। এতে শুধুমাত্র প্রয়োজন হবে আপনার সঠিক জন্ম তারিখ তাই আজই দেখে নিন আপনার জন্মতারিখ অনুযায়ী আপনি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্ম তারিখ অনুযায়ী রাশিচক্র ও রত্নপাথর – Zodiac According to Date of Birth and Lucky Gemstone
মেষ রাশি (Zodiac Aries)
যাদের জন্ম ইংরেজী মাসের ২১শে মার্চ থেকে ২০শে এপ্রিল (21 March – 20 April) অথবা বাংলা মাসের ৭ই চৈত্র থেকে ৭ই বৈশাখের মধ্যে, তারা মেষ রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Aries – মেষ রাশি বৈশিষ্ট্য
অধিপতি গ্রহ: মঙ্গল।
শুভ রত্নপাথর: রক্তপ্রবাল পাথর (Red Coral) , রুবি পাথর (Ruby) , গোমেদ পাথর (Hessonite Garnet)।
শুভ রং: লাল, হলুদ, সোনালি।
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৪, ৫, ৮, ৯।
শুভ বার: মঙ্গল, শুক্র ও শনি।
বৃষ রাশি (Zodiac Taurus)
যাদের জন্ম ইংরেজী মাসের ২১ এপ্রিল থেকে ২১ মে (21 April – 21 May) অথবা বাংলা মাসের ৮ই বৈশাখ থেকে ৭ই জ্যৈষ্ঠের মধ্যে, তারা বৃষ রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Taurus – বৃষ রাশি বৈশিষ্ট্য
অধিপতি গ্রহ: শুক্র।
শুভ রত্নপাথর: হীরা (Diamond Stone) , পান্না পাথর (Emerald Stone), ফিরোজা পাথর (Turquoise Stone) ও জারকন পাথর (Zircon Stone)
শুভ রং: সবুজ, নীল, সাদা।
শুভ সংখ্যা: ২, ৭, ৮, ৯।
শুভ বার: শুক্র, শনি, সোম, বুধ।
মিথুন রাশি (Zodiac Gemini)
যাদের জন্ম ইংরেজী মাসের ২২শে মে থেকে ২১শে জুন (22 May – 21 June) অথবা বাংলা মাসের ৮ই জ্যৈষ্ঠ থেকে ৭ই আষাঢ়ের মধ্যে, তারা মিথুন রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Gemini – মিথুন রাশি বৈশিষ্ট্য
অধিপতি গ্রহ: বুধ।
শুভ রত্নপাথর: পোখরাজ পাথর (Yellow Sapphire Stone) ও পান্না পাথর (Emerald Stone)।
শুভ রং: সবুজ ও হলুদ।
শুভ সংখ্যা: ৩, ৫, ৬, ৭।
শুভ বার: সোম, বুধ, বৃহস্পতি ও শুক্র।
কর্কট রাশি (Zodiac Cancer)
যাদের জন্ম ইংরেজী মাসের ২২শে জুন থেকে ২২শে জুলাই (22 June – 22 July) অথবা বাংলা মাসের ৮ই আষাঢ় থেকে ৭ই শ্রাবণের মধ্যে, তারা কর্কট রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Cancer – কর্কট রাশি বৈশিষ্ট্য
অধিপতি গ্রহ: চন্দ্র।
শুভ রত্নপাথর: মুক্তা পাথর (Pearl Stone) , মুনস্টোন (Moonstone) ও রক্তপ্রবাল পাথর (Red Coral Stone)
শুভ রং: সাদা, সোনালি, ক্রিম, হলুদ, লাল।
শুভ সংখ্যা: ১, ৪, ৬, ৮।
শুভ বার: সোম, শুক্র, বুধ।
সিংহ রাশি (Zodiac Leo)
যাদের জন্ম ইংরেজী মাসের ২৩শে জুলাই থেকে ২৩শে অগাস্ট (23 July – 23 August) অথবা বাংলা মাসের ৮ই শ্রাবণ থেকে ৮ই ভাদ্রের মধ্যে, তারা সিংহ রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Leo – সিংহ রাশি বৈশিষ্ট্য
অধিপতি গ্রহ: রবি।
শুভ রত্নপাথর: রুবি পাথর (Ruby Stone) ও পান্না পাথর (Emerald Stone)।
শুভ রং: লাল, কমলা, সবুজ।
শুভ সংখ্যা: ১, ৪, ৫, ৯।
শুভ বার: রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্র।
কন্যা রাশি (Zodiac Virgo)
যাদের জন্ম ইংরেজী মাসের ২৪শে অগাস্ট থেকে ২৩শে সেপ্টেম্বর(24 August – 23 September) অথবা বাংলা মাসের ৯ই ভাদ্র থেকে ৮ই আশ্বিনের মধ্যে, তারা কন্যা রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Virgo – কন্যা রাশি বৈশিষ্ট্য
অধিপতি গ্রহ: বুধ।
শুভ রত্নপাথর: পান্না পাথর (Emerald Stone), পোখরাজ পাথর (Yellow Sapphire Stone)।
শুভ রং: সাদা, হলুদ, সবুজ।
শুভ সংখ্যা: ৪, ৭, ৯।
শুভ বার: সোম, বুধ, শুক্র ও বৃহস্পতি।
তুলা রাশি (Zodiac Libra)
যাদের জন্ম ইংরেজী মাসের ২৪শে সেপ্টেম্বর থেকে ২৩শে অক্টোবর (24 September – 23 October) অথবা বাংলা মাসের ৯ই আশ্বিন থেকে ৮ই কার্ত্তিকের মধ্যে, তারা তুলা রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Libra – তুলা রাশি বৈশিষ্ট্য
অধিপতি গ্রহ: শুক্র।
শুভ রত্নপাথর: হীরা (Diamond Stone), পান্না পাথর (Emerald Stone), ইন্দ্রনীলা পাথর (Blue Sapphire Stone) ও মুনস্টোন (Moonstone)।
শুভ রং: সাদা, কমলা, লাল।
শুভ সংখ্যা: ১, ২, ৪, ৭।
শুভ বার: রবি, সোম, মঙ্গল, বুধ ও শনিবার।
বৃশ্চিক রাশি (Zodiac Scorpio)
যাদের জন্ম ইংরেজী মাসের ২৪শে অক্টোবর থেকে ২২শে নভেম্বর (24 October – 22 November) অথবা বাংলা মাসের ৯ই কার্তিক থেকে ৮ই অগ্রহায়ণের মধ্যে, তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Scorpio – বৃশ্চিক রাশি বৈশিষ্ট্য
অধিপতি গ্রহ: পাশ্চাত্যমতে প্লুটো, প্রাচ্যমতে মঙ্গল গ্রহ।
শুভ রত্নপাথর: রক্তপ্রবাল পাথর (Red Coral Stone)।
শুভ রং: হলুদ, কমলা, লাল, সাদা।
শুভ সংখ্যা: ৩, ৪, ৯।
শুভ বার: রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্র।
ধনু রাশি (Zodiac Sagittarius)
যাদের জন্ম ইংরেজী মাসের ২৩শে নভেম্বর থেকে ২১শে ডিসেম্বর (23 November – 21 December) অথবা বাংলা মাসের ৯ই অগ্রহায়ণ থেকে ৭ই পৌষের মধ্যে, তারা ধনু রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Sagittarius – ধনু রাশি বৈশিষ্ট্য
অধিপতি গ্রহ: বৃহস্পতি।
শুভ রত্নপাথর: পোখরাজ পাথর (Yellow Sapphire Stone) বা টোপাজ পাথর (Topaz Stone)।
শুভ রং: সাদা, কমলা, সবুজ, উজ্জল নীল।
শুভ সংখ্যা: ১, ৩, ৪, ৬, ৮, ৯।
শুভ বার: রবি, বুধ, বৃহস্পতি ও শুক্র।
মকর রাশি (Zodiac Capricorn)
যাদের জন্ম ইংরেজী মাসের ২২শে ডিসেম্বর থেকে ২০শে জানুয়ারি (22 December – 20 January) অথবা বাংলা মাসের ৮ই পৌষ থেকে ৭ই মাঘের মধ্যে, তারা মকর রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Capricorn – মকর রাশি বৈশিষ্ট্য
অধিপতি গ্রহ: শনি।
শুভ রত্ন: ইন্দ্রনীলা পাথর (Blue Sapphire Stone).
শুভ রং: সাদা, কালো, লাল, নীল।
শুভ সংখ্যা: ৬, ৮, ৯।
শুভ বার: মঙ্গল, বুধ, শুক্র ও শনি।
কুম্ভ রাশি (Zodiac Aquarius)
যাদের জন্ম ইংরেজী মাসের ২১শে জানুয়ারি থেকে ১৮ই ফেব্রুয়ারি (21 January – 18 February) অথবা বাংলা মাসের ৮ই মাঘ থেকে ৬ই ফাল্গুনের মধ্যে, তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Aquarius – কুম্ভ রাশি বৈশিষ্ট্য
অধিপতি গ্রহ: পাশ্চাত্য মতে ইউরেনাস, প্রাচ্যমতে শনি।
শুভ রত্ন: ইন্দ্রনীলা পাথর (Blue Sapphire Stone), গোমেদ পাথর (Gomed Stone)
শুভ রং: সাদা, লাল, হলুদ।
শুভ সংখ্যা: ২, ৩, ৬, ৭, ৯।
শুভ বার: সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্র।
মীন রাশি (Zodiac Pisces)
যাদের জন্ম ইংরেজী মাসের ১৯শে ফেব্রুয়ারী থেকে ২০শে মার্চ (19 February – 20 March) অথবা বাংলা মাসের ৭ই ফাল্গুন থেকে ৬ই চৈত্রের মধ্যে, তারা মীন রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Pisces- মীন রাশি বৈশিষ্ট্য
অধিপতি গ্রহ: পাশ্চাত্য মতে নেপচুন। প্রাচ্যমতে বৃহস্পতি।
শুভ রত্ন: পোখরাজ পাথর (Yellow Sapphire Stone) , গোমেদ পাথর (Hessonite Garnet Stone) ও সাদা জিরকন পাথর (White Zircon Stone)।
শুভ রং: লাল, হলুদ, কমলা ও গোলাপি। শুভ সংখ্যা: ১, ৩, ৪, ৯।
শুভ বার: রবি, মঙ্গল ও বৃহস্পতি।
Usefull Link: Date Converter