Characteristics Of Gemini Zodiac | মিথুন রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

যাদের জন্ম ইংরেজী মাসের ২২শে মে থেকে ২১শে জুন (22 May – 21 June) অথবা বাংলা মাসের ৮ই জ্যৈষ্ঠ থেকে ৭ই আষাঢ়ের মধ্যে, তারা মিথুন রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Gemini Zodiac - মিথুন রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

Characteristics Of Gemini Zodiac – মিথুন রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

অধিপতি গ্রহ: বুধ।
শুভ রত্ন: পোখরাজ (Yellow Sapphire) ও পান্না (Emerald)।
শুভ রং: সবুজ ও হলুদ।
শুভ সংখ্যা: ৩, ৫, ৬, ৭।
শুভ বার: সোম, বুধ, বৃহস্পতি ও শুক্র।
চারিত্রিক বৈশিষ্ট্য: আপনি বেশ রসিকতাজ্ঞান সম্পন্ন। বালক স্বভাবের হওয়ার কারণে একজায়গায় বেশি সময় বসে থাকা আপনার জন্য কঠিন। চঞ্চলতা ও কথামালায় চারপাশ মুখরিত করে রাখতে পারেন। ব্যবসায়িক দিক দিয়েও আপনি সাফল্য অর্জন করবেন। অশুভ বুধের প্রভাবে কারও কারও মিথ্যে বলার অভ্যাস থাকতে পারে।
সহজাতভাবে আপনি একজন দক্ষ সংগঠক। একসঙ্গে একাধিক কাজ করার দক্ষতা ও যোগ্যতা দুটোই আপনার মধ্যে রয়েছে। আপনি গল্প করতে খুব পছন্দ করেন। নতুন কোনো পরিবেশে গেলেও অনায়াসে আড্ডা জমিয়ে তুলতে পারেন। আপনার হৃদয় স্নেহ মমতা ও ভালোবাসায় পরিপূর্ণ। ক্রীড়া, সঙ্গীত ও লেখালেখিতে ভালো করতে পারবেন। জ্ঞানার্জনের প্রতি সহজাত আকর্ষণ রয়েছে। বই পড়তে খুবই পছন্দ করেন। সবসময়ই নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে পছন্দ করেন। ব্যস্ততার মাঝেও এরা সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। জীবনে অনেক ভ্রমণ করার সুযোগ পাবেন।
মিথুন রাশির জাতক/জাতিকাদের প্রেস, পরিবহন, কুরিয়ার, ইনসিওরেন্স, সংবাদপত্র, আইন কিংবা শিক্ষকতা পেশায় সফল হতে দেখা যায়।
মিথুন রাশির জাতক জাতিকাদের কাঁধ ও হাত, স্নায়ুতন্ত্র ও শ্বাসকষ্ট এবং মস্তিষ্কের পীড়ায় আক্রান্ত হতে দেখা যায়।
তথ্যসুত্রঃ বিডিনিউজ২৪.কম

Leave a Reply