বিশ্বের সবচেয়ে বড় ষ্টার সাফায়ার

World’s Largest Star Sapphire Cluster ‘Accidentally’ Found in a Backyard in Sri Lanka
বিশেষজ্ঞরা ধারনা করছেন, ৫১০ কেজি ওজনের এই ‘ফ্যাকাশে নীল’ ষ্টার নীলাটির আন্তর্জাতিক মুল্য প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার হবে।
শ্রীলঙ্কান কতৃপক্ষ জানিয়েছে, শ্রীলঙ্কার রত্নপাথর সম্বৃদ্ধ এলাকা রত্নপুরায় বাড়ির উঠোনে কুপ খনন করার সময় খননকারী শ্রমিক বিশ্বের সর্ববৃহৎ এই নীলার খন্ডটি আবিষ্কার করে। এটি একটি ষ্টার নীলার গুচ্ছ, যার মোট ওজন ৫১০ কেজি অথবা ২.৫ মিলয়ন ক্যারেট। রত্ন বিশেষজ্ঞরা ধারনা করছেন, এই নীলাটির আন্তর্জাতিক মুল্য প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলারও ছাড়িয়ে যেতে পারে।
মূল্যবান এই নীলাখন্ডটি যার বাড়িতে পাওয়া গেছে তিনি নিজেও একজন রত্ন ব্যবসায়ী। নিরাপত্তার কারণে তার নাম ও ঠিকানা গোপন রাখা হয়েছে। তবে কুপ খননকারীরা আগে থেকেই এখানে রত্নপাথর পাওয়ার ব্যাপারে জানিয়েছিলো।