Characteristics Of Aquarius Zodiac | কুম্ভ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

কুম্ভ রাশি (Aquarius): যাদের জন্ম ইংরেজী মাসের ২১শে জানুয়ারি থেকে ১৮ই ফেব্রুয়ারি (21 January – 18 February) অথবা বাংলা মাসের ৮ই মাঘ থেকে ৬ই ফাল্গুনের মধ্যে, তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Aquarius Zodiac - কুম্ভ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

Characteristics Of Aquarius Zodiac – কুম্ভ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

অধিপতি গ্রহ: পাশ্চাত্য মতে ইউরেনাস, প্রাচ্যমতে শনি।
শুভ রত্ন: ইন্দ্রনীলা।
শুভ রং: সাদা, লাল, হলুদ।
শুভ সংখ্যা: ২, ৩, ৬, ৭, ৯।
শুভ বার: সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্র।
চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী: আপনি যথেষ্ট ধৈর্যশীল ও সতর্ক। একাধিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ রয়েছে। প্রচলিত নিয়ম ও শৃঙ্খল ভেঙে আপনি নতুন কিছু করতে চান।
আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীনচেতা ও পরোপকারী হয়ে থাকেন। নিত্য নতুন আবিষ্কারের প্রতি এদের সহজাত আকর্ষণ রয়েছে। এরা যথেষ্ট পরিশ্রমী। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সংখ্যা খুবই কম হয়ে থাকে। যোগাযোগমূলক কাজে এদের দক্ষতা বিশেষভাবে প্রশংসনীয়। কমবেশি সব বিষয় সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করেন। অধিকাংশ সময়ই এরা স্বাধীন পেশার প্রতি আগ্রহী হয়ে থাকেন। গতানুগতিক নিয়ম ও শৃঙ্খলার প্রতি এদের তীব্র অসন্তোষ লক্ষ্য করা যায়।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীরের দুর্বলতম স্থান হচ্ছে হাঁটু ও গোড়ালি। এদের মধ্যে কারও কারও পায়ে আঘাত, মচকানো বা অন্যকোনো সমস্যা থাকতে দেখা যায়।
তথ্যসুত্রঃ বিডিনিউজ২৪.কম

Leave a Reply