Characteristics Of Cancer Zodiac | কর্কট রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

কর্কট রাশি (Cancer Zodiac): যাদের জন্ম ইংরেজী মাসের ২২শে জুন থেকে ২২শে জুলাই (22 June – 22 July) অথবা বাংলা মাসের ৮ই আষাঢ় থেকে ৭ই শ্রাবণের মধ্যে, তারা কর্কট রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Cancer Zodiac - কর্কট রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

Characteristics Of Cancer Zodiac – কর্কট রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

অধিপতি গ্রহ: চন্দ্র।
শুভ রত্ন: মুক্তা, মুনস্টোন।
শুভ রং: সাদা, সোনালি, ক্রিম, হলুদ, লাল।
শুভ সংখ্যা: ১, ৪, ৬, ৮।
শুভ বার: সোম, শুক্র, বুধ।
চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী: আপনি সাধারণত কোনো ধরনের ঝঞ্ঝাট চান না। পরিবারের প্রতি টান রয়েছে। চাপা স্বভাবের হওয়ার কারণে নিজেকে সামনের দিকে উপস্থাপন করতে চান না। পুরানো রীতিনিতির প্রতি আপনার আকর্ষণ রয়েছে।
আপনি যথেষ্ট কল্পনা প্রবণ ও কর্মঠ। আপনি সব ব্যাপারেই বুঝে শুনে চলেন। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজে লেগে থাকার অসাধারণ গুণ আপনার রয়েছে। আপনার রয়েছে প্রখর স্মৃতিশক্তি।
আপনি পরনির্ভরতা পছ্ন্দ করেন না, আত্মনির্ভরশীল হওয়ার অদম্য ইচ্ছা রয়েছে আপনার। সঙ্গীত ও কলার প্রতি আগ্রহ থাকতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের ইনটুইশন ক্ষমতা প্রবল। অন্যের আবেগ ও অনুভূতি দ্বারা সহজেই প্রভাবিত হন। এরা যথেষ্ট অতিথি পরায়ণ ও আন্তরিক। সেবামূলক কাজে এদের সহজাত আকর্ষণ রয়েছে। অনেক সময় এরা অন্যকে অনুসরণ করার চেয়ে বেশি অনুকরণ করেন। পরবর্তীতে জীবনের হিসেব মিলাতে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। বাস্তবজীবনে এরা কোমল হৃদয়ের অধিকারী।
কর্কট রাশির জাতক জাতিকাদের বুক, স্তন, পেট ও খাদ্যনালীর সমস্যা থাকতে দেখা যায়।
তথ্যসুত্রঃ বিডিনিউজ২৪.কম

Leave a Reply