মীন রাশি (Pisces): যাদের জন্ম ইংরেজী মাসের ১৯শে ফেব্রুয়ারী থেকে ২০শে মার্চ (19 February – 20 March) অথবা বাংলা মাসের ৭ই ফাল্গুন থেকে ৬ই চৈত্রের মধ্যে, তারা মীন রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Capricorn Zodiac – মকর রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী
অধিপতি গ্রহ: পাশ্চাত্য মতে নেপচুন। প্রাচ্যমতে বৃহস্পতি।
শুভ রত্ন: পোখরাজ, গোমেদ ও সাদা জিরকন।
শুভ রং: লাল, হলুদ, কমলা ও গোলাপি।
শুভ সংখ্যা: ১, ৩, ৪, ৯।
শুভ বার: রবি, মঙ্গল ও বৃহস্পতি।
চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী: আপনি শান্ত প্রকৃতির। আপনার মধ্যে মানবিক গুণাবলী স্পষ্টভাবে বিদ্যমান। আপনি পরোপকারী, জানেন মানুষকে কীভাবে ভালোবাসতে হয়।
আপনি সদা হাসিখুশি থাকতে পছন্দ করেন। নিজের কষ্ট সহজে অন্যকে বুঝতে দেন না। আপনি ভ্রমণ প্রিয়, দেশ বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে আপনি পছন্দ করেন। আচার ব্যবহারে যথেষ্ট আন্তরিকতা ও বন্ধুবৎসল হওয়ায় যে কোনো বয়সিদের সঙ্গে সহজেই মিশতে পারেন। যে কোনো কিছু ঘটার আগে ইনটুইশনের মাধ্যমে তা বুঝতে পারেন। রহস্যজনক বিষয়ের প্রতি আপনার অনুরাগ থাকবে।
এরা সাধারণত ভুল বোঝাবুঝির শিকার হয়ে থাকেন। জলজাতীয় পণ্য, কৃষি ও শিক্ষকতায় পেশায় এদের সফল হতে দেখা যায়্।
এ রাশির জাতক জাতিকাদের পায়ের পাতায় ও আঙুলে সমস্যা থাকতে দেখা যায়। কারও কারও ক্ষেত্রে স্থূলতা, মেদাধিক্য থাকতে পারে। এছাড়াও পায়ের পাতা বেঁকে যাওয়া বা অন্য কোনো ধরনের আঘাত বা অসুবিধা থাকতে পারে।
তথ্যসুত্রঃ বিডিনিউজ২৪.কম
Related