ক্যাটস আই (Cats Eye) বাংলাতে বৈদুর্য্যমণি ও আরবীতে লহসনিয়া বলে। বৈদুর্য্যমণি ক্রাইসোবেরিল (Chrysoberyl) গোত্রের রত্ন। এই পাথরটির উপরের ভাগ পালিশ করা এবং নীচের পিট পালিশহীন হয়ে থাকে। এই রত্নটির উপরের স্থল থেকে উজ্জ্বল আলোর সুতোর মত দাগ থাকে। রত্নটিকে নাড়ালে দাগগুলি নড়তে দেখা যায়। এটাকে “বিড়াল অক্ষি” ও বলা হয় । এই পাথরটি অশুভ কেতু গ্রহের প্রতিকারের রত্ন। শ্রীলংকা ও ইন্ডিয়াতে মুলত ক্যাটস আই বা বৈদুর্য্যমনি পাওয়া যায়।
ক্যাট’স আই (Cats Eye) সম্পর্কে আরো জানতে চাইলে ক্লিক করুন এখানে – Benefits Of Cat’s Eye – ক্যাট’স আই (বৈদুর্য্যমণি) পাথরের উপকারিতা
Showing all 10 results