তানজানিয়ান তানজানাইট (Tanzanite) সম্পর্কে বলতে গেলে বলতেই হয় যে এটি হীরকের থেকেও প্রায় ১০০০ গুণ বেশি দুষ্প্রাপ্য। এর প্রাপ্তিস্থান মূলত উত্তর তাঞ্জানিয়ার কিলিমাঞ্জারো পর্বতের পাদদেশে, যদিও এর সরবরাহ খুবই নগন্য। আলেক্সান্ড্রাইটের মতো তাঞ্জানাইটেরও নিজের বর্ণ পরিবর্তনের আশ্চর্য ক্ষমতা লক্ষ্য করা যায়। এর বর্ণ পরিবর্তন নির্ভর করে মূলত আপতিত আলোর প্রকৃতির উপর এবং ক্রিস্টালের ক্রিস্টালিনিটির (Crystallinity) উপর।
প্রধানত এটি শনির গ্ৰহরত্ন।একে নীল হীরা ও বলা হয়।
Showing the single result