Characteristics Of Virgo Zodiac | কন্যা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

কন্যা রাশি (Virgo Zodiac): যাদের জন্ম ইংরেজী মাসের ২৪শে অগাস্ট থেকে ২৩শে সেপ্টেম্বর(24 August – 23 September) অথবা বাংলা মাসের ৯ই ভাদ্র থেকে ৮ই আশ্বিনের মধ্যে, তারা কন্যা রাশির জাতক বা জাতিকা।
Characteristics Of Virgo Zodiac - কন্যা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

Characteristics Of Virgo Zodiac – কন্যা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী

অধিপতি গ্রহ: বুধ।
শুভ রত্ন: পান্না, পোখরাজ।
শুভ রং: সাদা, হলুদ, সবুজ।
শুভ সংখ্যা: ৪, ৭, ৯।
শুভ বার: সোম, বুধ, শুক্র ও বৃহস্পতি।
বৈশিষ্ট্য: আপনি সহজাত বুদ্ধি ও যুক্তির নিরিখে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। প্রিয় মানুষের জন্য অকাতরে অনেক ত্যাগ স্বীকার করতে পারেন।
আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কন্যা রাশির জাতক জাতিকারা তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী হয়ে থাকেন। এরা সচরাচর ভালোবাসার প্রতিদান পান না বলে মনে করেন। যে কারণে প্রায়ই অন্যের ওপর অভিমান করে থাকেন। তবে যাই হোক এরা সবসময় অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করতে ভালোবাসেন। ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে আত্মতৃপ্তি পান। সঙ্গীত, গণিত, যুক্তি ও কর্ম দক্ষতায় এ রাশির জাতক জাতিকারা হন অনন্য। সাংগঠনিক দক্ষতার কারণে এদের ওপর সহজেই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পন করতে দেখা যায়।
কন্যারাশির জাতক জাতিকাদের পাচনতন্ত্র, প্লীহা, অন্ত্র ও স্নায়ূতন্ত্রের সমস্যায় ভুগতে দেখা যায়।
তথ্যসুত্রঃ বিডিনিউজ২৪.কম

Leave a Reply